Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On GooglePlusVisit Us On PinterestVisit Us On YoutubeVisit Us On Linkedin
Development work

অক্সিজেনের মাস্ক এখন বিড়ালের মুখে

0

আলোরপথ ২৪ ডটকম

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে আগুন লাগে। বাসিন্দারা বাড়িটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু পোষা বিড়ালটি ভেতরে আটকা পড়ে । ফায়ার সার্ভিসের সদস্যরা বিড়ালটিকে উদ্ধার করেন। বিড়ালটির মুখে দেন অক্সিজেনের মাস্ক।
এনডিটিভির অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিড়ালটির নাম স্টবি। সে বেঁচে আছে।
কেউ আগুনে হতাহত হননি। তবে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনের কার‍ণ চিহ্নিত করার চেষ্টা চলছে।
এক কর্মকর্তা জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়ির ভেতরে বিড়ালটিকে দেখতে পেয়ে এটিকে উদ্ধার করেন । কিন্তু ধোঁয়ার কারণে বিড়ালটি শ্বাস নিতে পারছিল না। তখন সার্ভিসের সদস্যরা বিড়ালটির মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে দেন।
বিড়ালটিকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য  এক পশুচিকিৎসকের কাছে নেওয়া হয়েছে।

Share.

Comments are closed.