Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On GooglePlusVisit Us On PinterestVisit Us On YoutubeVisit Us On Linkedin

নতুন ‘সেলফি’ স্মার্টফোন বাজারে আনল সিম্ফনি প্রতিষ্ঠান

147

আলোরপথ২৪.কম

মুঠোফোনবিক্রেতা প্রতিষ্ঠান সিম্ফনি নতুন একটি  স্মার্টফোন এইচ ২০০ নামে বাজারে এনেছে । সিম্ফনি কর্তৃপক্ষ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিম্ফনির শোরুমে গতকাল সোমবার নতুন এই স্মার্টফোনটির বাজারজাতকরণের ঘোষণা দেয় ।
তারা এ স্মার্টফোনটিকে বলছে ‘সেলফি স্পেশালিস্ট’ ফোন। সিম্ফনি এইচ ২০০ স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে আট মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।
৪ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপিএস এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও এক জিবি র্যাম। স্মার্টফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইট। এতে আরও আছে জি-সেন্সর, এক্সেলরোমিটার, লাইট প্রক্সিমিটি সেন্সর-সুবিধা।
সিম্ফনির নতুন স্মার্টফোনটি সাদা ও কালো এ দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে ।

 

Share.

১৪৭ Comments