আলোরপথ টোয়েন্টিফোর ডটকমঃ
শুল্ক গোয়েন্দা বিভাগ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে দুবাইফেরত দুই জনের কাছ থেকে সাড়ে ১৮ কেজির বেশি সোনা উদ্ধার করেছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মো. মইনুল খান জানান আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসা সালাউদ্দিন ও আবু সাঈদের দেহ তল্লাশি করে এসব সোনা পাওয়া যায় বলে ।তিনি বলেন, তাদের শরীরের বিভিন্ন স্থান থেকে মোট ১৬১টি সোনার বার পাওয়া গেছে। এসব বারের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।তিনি জানান উদ্ধার এসব সোনার বাজারমূল্য নয় কোটি ৩৫ লাখ টাকার বেশি ।সালাউদ্দিনের বাড়ি চাঁদপুরে। আর সাঈদ চট্টগ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।