Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On GooglePlusVisit Us On PinterestVisit Us On YoutubeVisit Us On Linkedin

অস্থির সময়েও দেশের অর্থনীতি চাঙ্গা :ড. আতিউর রহমান

0

আলোরপথ টোয়েন্টিফোর ডটকমঃ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন হরতাল-অবরোধে বর্তমানে অস্থির সময়েও দেশের অর্থনীতি চাঙ্গা রয়েছে ।
তিনি এ কথা জানান গতকাল মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে ত্রৈ-মাসিক বৈঠকে ।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর বলেন, আমরা অস্থির সময় পার করছি। এই সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। নানা প্রতিকূলতার মধ্যেও বিভিন্ন খাতের উদ্যোক্তারা এগিয়ে আসছেন।
‘এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি এখনও চাঙ্গা রয়েছে। সক্ষম জাতি হিসাবে আমাদের জন্য এটা অস্বাভাবিক কিছু নয়।,’
বৈঠকে আলোচনা হয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন পর্যাপ্ততা, স্ট্রেস টেস্টিং, তহবিল ব্যয়, পরিশোধিত মূলধন, ২০১৫ সালের লক্ষ্যমাত্রা, বন্ড ও সিকিউরিটি মার্কেটে কার্যক্রম, পরিচালকদের অনিয়ম, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন বিষয়ে ।

Share.

Comments are closed.