Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On GooglePlusVisit Us On PinterestVisit Us On YoutubeVisit Us On Linkedin

মৎস্য বন্দর আলীপুরে ইউপি সদস্যকে পিটিয়ে যখম

0

আলোরপথ টোয়েন্টিফোর ডটকমঃ

সুজন মৃধা, কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুরে ইউপি সদস্য মালেক (৪৫) কে পিটিয়ে রক্তাক্ত যখম করা হয়েছে। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় আশংকা জনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন । গতকাল দুপুর দেড়টার দিকে আলীপুরের আড়ৎপট্টি রাজা মোলস্নার মৎস্য ফিসের সামনে এঘটনা ঘটে বলে জানাগেছে । ৯ নং ধূলাসার ইউনিয়নের আহত ইউপি সদস্য মালেক অজ্ঞান থাকায় কারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা মুখ খুলছে না। ইউপি সদস্য মালেক সুস্থ্য না হওয়া পর্যন্ত এর সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

Share.

Comments are closed.