Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On GooglePlusVisit Us On PinterestVisit Us On YoutubeVisit Us On Linkedin

কলাপাড়ায় বিপুল পরিমাণ জাল আটক

0

আলোরপথ টোয়েন্টিফোর ডটকমঃ

সুজন মৃধা, কলাপাড়া প্রতিনিধি

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও আন্ধারমানিক নদীর মোহনায় কোস্টগার্ড সদ্যসরা অভিযান চালিয়ে বিপুল পরিমানে সুক্ষ্ম ফাঁসের অবৈধ জাল জব্দ করেছে। এসময়  ৮টি বেহেন্দী জাল, বেড় জাল ২০ হাজার মিটার, কারেন্ট জাল ১০ হাজার মিটার ও ১০ হাজার মিটার মশারীর নেটজাল আটক করেছে।  কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এমএ মান্নান ও বাংলাদেশ ড়্গুদ্র মৎস্য জীবি জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতির উপসি’তিতে আটককৃত ওইসব জাল নিজামপুর কোস্টগার্ড কার্যালয় মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে।

Share.

Comments are closed.