Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On GooglePlusVisit Us On PinterestVisit Us On YoutubeVisit Us On Linkedin

সচিবালয়ে ককটেল বিস্ফোরণ

0

আলোরপথ টোয়েন্টিফোর ডটকমঃ

পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সচিবালয়ের ভেতরে ও বাইরে । এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রমনা থানার সহকারী কমিশনার ইমানূল হক জানান, দুপুরে তোপখানা রোড থেকে মোটরসাইকেলযোগে দুইজন দুর্বৃত্ত দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি সচিবালয়ের সীমানা প্রাচীরের ভেতরে ও অপরটি বাইরে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

 

 

 

Share.

Comments are closed.