Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On GooglePlusVisit Us On PinterestVisit Us On YoutubeVisit Us On Linkedin

দু:খ

0

আলোরপথ টোয়েন্টিফোর ডটকমঃ

দু:খ
-নাদিরা বেগম নদী

যতবলি দু:খ তুই যারে
তত ধরিস আকঁড়ে
আসলে দু:খ তুই কিরে?

যত করি মানা
তত দিস হানা
তোর মাঝে আছে বড় বেহায়াপনা।

তোর নেই কি বাড়ি ঘর
তোর নেই কি সংসার?
জীবনটাকে করতে শূণ্য
কেন আসিস বারবার?

যত বলি যা যা
তত বলিস না না !
তোর কি লজ্জা শরম নাই
আপন পর নাই?

সুখে থাকব, বাধব সুখের নীড়
যত দেখি শপ্ন
তুই ততই করিস পন্ড
আসলে তুই একটা ভন্ড।

Share.

Comments are closed.