Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On GooglePlusVisit Us On PinterestVisit Us On YoutubeVisit Us On Linkedin

বৃষ্টিবন্ধু

0

আলোরপথ টোয়েন্টিফোর ডটকমঃ

                                                                               -আয়েশা জাহান

আজ বৃষ্টি ঠিক তেমন যেমন ছিল সেইদিন।

রিমঝিম শব্দ, মাথার উপর কৃঞ্চচূড়ার ফুল

অন্ধকারের আলো, না দেখা চিরচেনা সবুজ গাছ আর পাতাগুলো।

স্পর্শে তোমার দুটি হাত

দৃষ্টিতে অস্পষ্ঠ তোমার মুখ ছিল সেইদিন।

—-

ভাবনায় বন্ধুত্ত্বের অসীম পাওয়ার খুশি, মুখে উৎফুল্লের হাসি

ঠিক যেন অনেকদিন প্রতিক্ষার পর শুকনো মাটির বুকে বৃষ্টির আলিঙ্গন।

থেকে থেকে নাকে আসা কামিনী, জবা আর গোলাপের গন্ধ

থেকে থেকে বিজলীর আলোয় দেখা পাতার বাহার

এক ছোট ভীতু, ক্লান্ত, বাধ্যগত আশাকারী মনকে তোমার উপহার।

—-

আজ বৃষ্টি ঠিক তেমন যেমন ছিল সেইদিন।

শুধু শরীরে নেই বৃষ্টির শীতল সেই পোশাক,

হাতে তোমার হাত, আর বাতাসে কামিনী ফুলের গন্ধ।

কিন্তু কেন আর নেই মনে সেই বিস্ময়কর, অক্ষয়, অসীশ আনন্দ?

মনে হয় সব আনন্দ ছিল শুধু  সেই দিনেরই জন্য !

—-

আমি অনেক বৃষ্টিতে ভিজেছি,

কিন্তু পাইনি নির্ভীক চিন্তামুক্ত, বন্ধনহারা, স্বেচ্ছাচারী সেই অনুভূতি।

প্রতিবারই ফিরে ফিরে আসে

সেই অন্ধকার আর তোমার অনুপস্থিতি।

(উৎসর্গঃ বৃষ্টিবন্ধু স্বর্ণামনিকে)

Share.

Comments are closed.