19 C
Dhaka
January 18, 2022
আলোর পথ

নারায়ণগঞ্জস্থান গ্রুপের সচেতনতামূলক সাইকেল র‍্যালি

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’ গ্রুপের সচেতনতামূলক সাইকেল র‍্যালি ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে নগরীর চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গন থেকে এই সাইকেল র‍্যালিটি শুরু হয়।

সচেতনতামূলক নানা প্লেকার্ড নিয়ে প্রায় ১৫০ জনের বেশি সাইকেলিস্ট প্লাস ভ্রমণ পিয়াসুরা এই ইভেন্টটিতে অংশগ্রহন করেন। এ সময় বন্দর সাবদির পুরো সরিষা ক্ষেতে কিছু লেমেনেটিং করা প্লেকার্ড লাগিয়ে দেয় তারা। যাতে ভ্রমন পিয়াসুদের সচেতনতা বাড়ে এবং তারা যাতে ক্ষেত নষ্ট না করে। এছাড়াও নারায়নগঞ্জের মানুষের বিভিন্ন প্রানের দাবি যেমন ফুট ওভার বা আন্ডার পাস চাই, নারায়নগঞ্জে বার্ন ইউনিট চাই ইত্যাদি প্লেকার্ড সাইকেলিস্ট দের সাইকেলের সামনে লাগিয়ে দেয়া হয়।

 

সারিবদ্ধ সাইকেল র‍্যালিটি পথচারী ও এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে।