মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সারা দেশে ৩৫০ টি নাট্যদলের পরিবেশনায় Theater Against Corona স্লোগান কে উপজীব্য করে- ”স্বল্প ব্যয়ে বিকল্প স্থানে নতুন নাটক” শিরোনামে ধ্বংসস্তুপ নাটকটি পরিবেশন করেছে নারায়ণগঞ্জের সংশপ্তক নাট্যদল। সানাউল্লাহ হকের রচনা ও বিপুল সরকারের নির্দেশনায় নাটকটি গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের পৃথক তিনটি স্থানে পরিবেশন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সারা দেশে ৩৫০ টি নাট্যদলের পরিবেশনায় Theater Against Corona স্লোগান কে উপজীব্য করে-”স্বল্প ব্যয়ে বিকল্প স্থানে নতুন নাটক প্রদর্শন করা হচ্ছে।
Leave a Reply