ব্যাটে-বলে দারুণ একটি দিন গেলো মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু মুখে হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলেন না। তার দল নর্থ জোন যে হেরে গেছে তামিম-ইমরুলদের ইস্ট জোনের কাছে। ইন্ডিপেন্ডেন্স কাপে আজ (বৃহস্পতিবার) নর্থ জোনকে ৪ উইকেট আর ৭৩ বল হাতে রেখে হারিয়েছে ইস্ট জোন। এই জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ইমরুল কায়েসের দল।
সিলেট একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২১৬ রানে গুটিয়ে যায় নর্থ জোন। ২৫ রানে ৩ উইকেট হারানো দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ। ৮৭ বলে ৪ বাউন্ডারিতে ৬৬ রান করেন মাহমুদউল্লাহ। ৭৪ বলে ৫৪ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। শেষদিকে আমিনুল ইসলাম ২৭ বল খেলে অপরাজিত থাকেন ২০ রানে।
জবাবে শুরুতেই প্রীতম হাসানকে (০) হারালেও তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ব্যাটে বিপদ সামলে নেয় ইস্ট জোন। ইমরুল খেলেছেন দায়িত্বশীল অধিনায়কের মতোই। মিডল অর্ডারের আফিফ হোসেনকে নিয়ে ৫০ আর শাহাদাত হোসেনকে নিয়ে ৫৫ রানের জুটিতে দলকে জয়ের একদম কাছাকাছি নিয়ে আসেন ইমরুল। ইমরুল খেলেন ৮১ বলে ৮ বাউন্ডারিতে ৭১ রানের দারুণ এক ইনিংস।
Leave a Reply