16 C
Dhaka
January 18, 2022
আলোর পথ

মুরাদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ ফোন স্ত্রীর

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চেয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা আহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে  ৯৯৯ নম্বরে ফোন করে তিনি এ সহায়তা চান। পরে ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি ধানমন্ডি থানাকে  জানানো হয়। পুলিশের একটি টিম ডা. মুরাদের বাসায় যায়। ৯৯৯ নম্বরে ডা. জাহানারা আহসানের অভিযোগের বিষয়ে জানা গেছে, তাকে মারধর করা হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।